সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক “খালামণি একটু অসুস্থ সবাই দোয়া করবেন” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে।
একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা অসুস্থ দাবিতে কোনো মন্তব্য করেননি টিউলিপ সিদ্দিক। প্রকৃতপক্ষে, টিউলিপের নামে চালু থাকা ভেরিফায়েড চিহ্নযুক্ত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এ সংক্রান্ত পোস্টকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবিটির সূত্রপাত বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে অনুসন্ধানে ‘Tulip Rizwana Siddiq’ নামে চালু থাকা একটি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে গত ২৫ অক্টোবর একই দাবির একটি পোস্টের সন্ধান পায় রিউমর স্ক্যানার। পোস্টে শেখ হাসিনার সাথে টিউলিপের একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, “খালামণি একটু অসুস্থ সবাই দোয়া করবেন।”
চলতি বছরের ২৮ জানুয়ারি চালু করা এই অ্যাকাউন্টটি বাংলাদেশ থেকে পরিচালনা করা হচ্ছে। কিন্তু টিউলিপ বাংলাদেশে নেই। তিনি যুক্তরাজ্যে থাকেন।

অর্থাৎ, পেইড সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে ব্লু ভেরিভাই করে ভুয়া এই অ্যাকাউন্টটি সচল রয়েছে।
আওয়ামী লীগের এক্টিভিস্টরাও অ্যাকাউন্টটি ভুয়া জানিয়ে রিপোর্ট করতে আহ্বান জানিয়েছেন।
পরবর্তী অনুসন্ধানে টিউলিপের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণে তাকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বিষয়ে কোনো পোস্ট করতে দেখা যায়নি।
তাছাড়া, শেখ হাসিনা অসুস্থ এমন দাবির নির্ভরযোগ্য অন্য কোনো সূত্রও অনুসন্ধানে মেলেনি। গত বছর ০৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই তিনি অবস্থান করছেন বলে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের খবর বলা হয়েছে। তবে তাকে প্রকাশ্যে দেখা যায়নি এখনও।
সুতরাং, শেখ হাসিনা অসুস্থ দাবিতে টিউলিপের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tulip Siddiq: X Account





