সম্প্রতি, ‘১৫/৯/২০২৫/ তাং:-এবার কাপালো উত্তরা ঢাকা সিটি জয় বাংলা স্লোগানে হাজার হাজার জনতা এবার আমাদেরকে সামলাতে পারবেন তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ক্যাপশনে দাবি করা হচ্ছে– গত ১৫ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের দৃশ্য এটি।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের নয় বরং ২০২৩ সালে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের দৃশ্যকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে News21 Live নামক একটি ইউটিউব চ্যানেল ২০২৩ সালের ৩১ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, প্রচারিত ভিডিওটি যুব মহিলা লীগ ও আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের।
একই ভিডিও তৎকালীন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দাবিতে যুব মহিলা লীগের এক নেত্রীকেও পোস্ট করতে দেখা।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ২০২৩ সালে বিএনপি জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ভিডিওকে সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- News21 Live- YouTube Video
- Jesmin S Nijhum- Facebook Post





