অতি সম্প্রতি, “রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন এলাকায় প্রকাশ্য দিবালোকে, শত শত মানুষের সামনে, সন্ত্রাসী জঙ্গি বাহিনী হাত পায়ের রগ কেটে. ও মাথায় আঘাত করে হত্যা করে. লাশ পড়ে আছে কেউ এগিয়েও আসছে না। পরিচয় জানা যায়নি… জানিনা কোন আওয়ামী পরিবারের সন্তান হবে…. নাকি সাধারণ কোন মায়ের বুক খালি হলো।” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সাথে সন্ত্রাসী জঙ্গি হামলার কোনো সম্পর্ক নেই বরং ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম এখন টিভির ফেসবুক পেজে ২৬ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এটি ঘটনাস্থলের দৃশ্য।
জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায় ২৬ অক্টোবর দুপুরে। এ ঘটনায় নিচে থাকা একজন পথচারী নিহত হন। নিহত ব্যক্তির সঙ্গে থাকা একটি পাসপোর্ট পাওয়া গেছে। তাতে নাম আবুল কালাম ও বাড়ি শরীয়তপুর লেখা। জন্মসাল ১৯৯০।
অর্থাৎ, এটি কোনো জঙ্গি হামলার ঘটনা নয়।
সুতরাং, রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ভিডিওকে সন্ত্রাসী জঙ্গি হামলা একজন নিহত দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ekhon Tv: Facebook Video





