সম্প্রতি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করেছেন। এই সফরের মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে হিন্দিতে বলতে শোনা যায়, “আমি মোদীজিকে বলেছি যে যদি তিনি আমরা তালেবানদের কিছু ডলার দেন, তাহলে আমরাও কাবুল, কান্দাহার এবং হেলমান্দে ভগবান শিব ও বিষ্ণু দেবীর মন্দির নির্মাণ করব, যাতে ভারত থেকে বহু (লোক) আফগানিস্তানে ধর্মীয় তীর্থযাত্রা (ধৰ্ম যাত্রা) করতে পারে। আমরা এখানে ‘জয় শ্রী রাম’-এর স্লোগান দিয়েছি। আমরা মোদীজির প্রতি কৃতজ্ঞ এবং ঋণী, কারণ মোদী আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন।”
এই ভিডিওর মাধ্যমে দাবি করা হচ্ছে, মুত্তাকি ভারতের আর্থিক সহায়তার বিনিময়ে আফগানিস্তানে হিন্দু দেবতা শিব ও বিষ্ণুর মন্দির নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আফগানিস্তানে হিন্দু দেবতাদের মন্দির নির্মাণের বিষয়ে মুত্তাকির নামে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করলে ডানদিকে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এর জলছাপ দেখা যায়। এ সূত্র ধরে সংবাদ সংস্থাটির ইউটিউব চ্যানেলে ১২ অক্টোবর প্রকাশিত লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। জানা যায়, এটি সেদিন অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের ফুটেজ। আলোচিত ভিডিওটির সঙ্গে এই লাইভ ভিডিওটির তুলনা করলে বসার ভঙ্গি ও পেছনের সোফাসহ কিছু আনুষঙ্গিক উপাদানের মিল দেখা যায়। তবে পুরো ভিডিও পর্যালোচনার পরও আফগানিস্তানে হিন্দু দেবতাদের মন্দির নির্মাণ সংক্রান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১৩ অক্টোবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নয়া দিল্লির আফগান দূতাবাসে সংবাদ সম্মেলনটি করেন। সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষের বিষয়ে কথা বলেন, কিন্তু আফগানিস্তানে মন্দির নির্মাণের বিষয়ে কোনো মন্তব্য প্রতিবেদনে উল্লেখ নেই।
যদি মুত্তাকি এমন কোনো বক্তব্য দিতেন, তা অবশ্যই ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হতো। তবে এমন কোনো সংবাদ প্রকাশের প্রমাণ পাওয়া যায়নি।
ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার দেখেছে, কিছু ফ্রেমে মুত্তাকির দাঁত অদৃশ্য হয়ে যায় এবং পরবর্তী ফ্রেমে পুনরায় দৃশ্যমান হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্টের সাধারণ একটি বৈশিষ্ট্য।

পরবর্তীতে, রিউমর স্ক্যানার এআই-জনিত কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’-এর ‘LIPINC (2024)’ মডেলের মাধ্যমে ভিডিওটি বিশ্লেষণ করে। এই মডেলের ফলাফলে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ১০০ শতাংশ।

সুতরাং, তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে হিন্দু দেবতাদের মন্দির নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন শীর্ষক দাবি সম্পূর্ণ মিথ্যা।