শেখ হাসিনার দিল্লিতে বৈঠক দাবিতে দুই বছর আগের ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করেছেন এবং শীঘ্রই ঢাকা ফিরছেন। 

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রাম ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এর স্থানও দিল্লি নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের ২৯ ডিসেম্বরের, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল পরিদর্শনে গিয়েছিলেন।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে দৃশ্যমান স্থাপত্যটি শেখ মুজিবের সমাধিস্থল বলে নিশ্চিত হওয়া যায়, যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত।

Comparison: Rumor Scanner

অনুসন্ধানে গণমাধ্যম ঢাকা টাইমসের ২০২৩ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, নির্বাচনি সফরে রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেই শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা জানান তিনি। প্রতিবেদনে যুক্ত ছবির সঙ্গে প্রচারিত ভিডিওটি তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায় দুটি ক্ষেত্রেই শেখ হাসিনার পরিহিত শাড়ির নকশা ও রঙে মিল রয়েছে।

এছাড়া, মূলধারার গণমাধ্যম সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলেও ২০২৩ সালের ৩০ ডিসেম্বর শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফর ও শেখ মুজিবের সমাধিস্থল পরিদর্শন সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

সুতরাং, ২০২৩ সালের শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরের ভিডিওকে সাম্প্রতিক সময়ের ঘটনা হিসেবে দিল্লিতে অনুষ্ঠিত বৈঠক শেষের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img