সম্প্রতি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি শেখ হাসিনা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ সরকারের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৬ জানুয়ারি ‘জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভাষণ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২৫ মিনিট ০৬ সেকেন্ডের এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি শেখ হাসিনা সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণের ভিডিও।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশিয় মূলধারার সংবাদ মাধ্যম জাগো নিউজের ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ, ২০২৩ সালের ০৬ জানুয়ারি ‘সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব কে এম সাখাওয়াত মুনের তথ্যের বরাতে প্রকাশিত এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে ০৬ জানুয়ারি, ২০২৩ (শুক্রবার) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন শেখ হাসিনা। সেসময়ে, এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হয়।
অর্থাৎ, প্রচারিত ভাষণের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ২০২৩ সালে শেখ হাসিনার ভাষণের ভিডিওকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Television: জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভাষণ
- Jago News 24: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী