বিমানবন্দরে আগুনের বিষয়ে সেনাপ্রধানকে জড়িয়ে চ্যানেল আই এর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, গত ১৮ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি দেরিতে ঢুকেছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। উক্ত ঘটনার প্রেক্ষিতে “সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ জামান ফায়ার সার্ভিসকে ফোন দেন আগুন না নিভানোর জন্য” শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল আই এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফটোকার্ডে সেনাপ্রধানের পাশাপাশি বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের একটি ছবিও যুক্ত করা হয়েছে।

উল্লিখিত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে বিমানবন্দরের আগুন না নেভাতে বলেছেন দাবিতে কোনো সংবাদ দেয়নি চ্যানেল আই বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল আই এর আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে চ্যানেল আই এর লোগো রয়েছে। তবে চ্যানেল আই এর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও গণমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া, চ্যানেল আই কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ডিজাইন ও ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ডিজাইন ও ফন্টের মধ্যে পার্থক্যও রয়েছে। 

Photocard Comparison By Rumor Scanner 

চ্যানেল আই ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবি সমর্থিত সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, “সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ জামান ফায়ার সার্ভিসকে ফোন দেন আগুন না নিভানোর জন্য” শিরোনামে চ্যানেল আই এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img