সম্প্রতি রাজধানীতে ট্রেনে আগুন দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় পর পর কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাতে গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত হয় শত শত কোটি টাকার সম্পদ। যার মধ্যে মিরপুর রুপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনের ঘটনায় প্রাণ হারায় ১৬ জন। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর রাতে রাজধানী ঢাকায় একটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গত ১৯ অক্টোবর ঢাকায় ট্রেনে আগুন লাগার দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় প্রচারিত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে গত ১৯ অক্টোবর রাজধানী ঢাকার কোথাও কোনো ট্রেনে আগুন লাগার তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Comilla News নামের একটি অনলাইন গণমাধ্যমের ফেসবুক পেজে ২০২৪ সালের ৫ জানুয়ারি মূল ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। 

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, ট্রেনে আগুন লাগার ওই ভিডিওটি রাজধানী ঢাকার। তবে ভিডিওটি রাজধানীর কোন স্থানের এবং কোন ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার সে বিষয়ক বিস্তারিত কোনো তথ্য ভিডিও পোস্টটিতে পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে একই দিন ট্রেনে আগুন লাগার ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা আগুন দেয়। যাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। 

সুতরাং, ২০২৪ সালে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনাকে সম্প্রতি রাজধানীতে ট্রেনে আগুন লাগার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img