বিয়ের ৬ মাস নয়, প্রায় ১ বছর পর বাবা হলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

গত ১৬ অক্টোবর পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘বিয়ের ৬ মাসেই বাবা হলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিয়ের ৬ মাস পর নয় বরং, প্রায় ১ বছর পর বাবা হয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এক বছর আগে, ২০২৪ সালের ১১ অক্টোবরে তিনি বিয়ে করেছিলেন।

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে ‘সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিয়ে করলেন’ শিরোনামে ২০২৪ সালের ১২ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল শুক্রবার (২০২৪ সালের ১১ অক্টোবর) রাতে ঘরোয়া আয়োজনে হাসনাতের বিয়ে সম্পন্ন হয়। হাসনাত এবং তাঁর স্ত্রী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।… বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক তারিকুল ইসলাম আজ শনিবার (২০২৪ সালের ১২ অক্টোবর) সন্ধ্যায় হাসনাতের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। হাসনাতের এই সহপাঠী প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে ঘরোয়া আয়োজনে হাসনাত আবদুল্লাহর বিয়ে সম্পন্ন হয়েছে। হাসনাতের স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী।’

এছাড়াও, এ বিষয়ে সে সময় আরো একাধিক গণমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের সূত্রেও জানা যায়, হাসনাত আবদুল্লাহ গত বছরের ১১ অক্টোবরে বিয়ে করেছেন। এ হিসেবে তার বিয়ের পর থেকে এ বছরের গত ১৬ অক্টোবর পর্যন্ত প্রায় ১ বছর ৪ দিন অতিবাহিত হয়েছে। অর্থাৎ, তার বিয়ের ৬ মাস পর নয় বরং, প্রায় ১ বছর পর তার সন্তানের জন্ম হয়েছে।

সুতরাং, বিয়ের ৬ মাস পর বাবা হলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img