গোপালগঞ্জে জনগণ কর্তৃক সেনাবাহিনীকে তাড়িয়ে দেওয়ার দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘গোপালগঞ্জ থেকে এভাবেই সেনাবাহিনীকে তাড়িয়ে দিল জনগণ’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গোপালগঞ্জে জনগণ কর্তৃক সেনাবাহিনীকে তাড়িয়ে দেওয়ার নয়। প্রকৃতপক্ষে, গত ২২ জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছিল। সেই বিক্ষোভের ভিডিও এটি। 

এ বিষয়ে অনুসন্ধানে ছবি ও ভিডিও সংরক্ষণকারী প্লাটফর্ম Shutterstock এর ওয়েবসাইটে গত ২২ জুলাই আপলোড করা একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, ভিডিওটি গত ২২ জুলাই এইচএসসি-২০২৫ এর পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের করা সচিবালয়ের সামনে বিক্ষোভের। 

একই দিনে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জুলাই দুপুর ২টার দিকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল।

সেই সময় একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল ইত্তেফাক, প্রথম আলো, সমকাল সহ মূলধারার গণমাধ্যমও। 

অর্থাৎ, ভিডিওটি গোপালগঞ্জের নয়, ঢাকার।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষেও কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের পুরোনো ভিডিওকে সম্প্রতি গোপালগঞ্জে জনগণ কর্তৃক সেনাবাহিনীকে তাড়িয়ে দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img