কাকরাইলে সাম্প্রতিক সংঘর্ষে নুরুল হক নুর আহত হওয়ার দাবিটি ভুয়া 

সম্প্রতি, “কাকরাইলে সংঘর্ষ: নুরুল হক নুরসহ আহত অনেকে” শীর্ষক দাবিতে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম এনপিবি নিউজের লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি রাজধানীর কাকরাইলে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার দাবিটি ভুয়া। প্রকৃতপক্ষে, এনপিবি নিউজের প্রচলিত ফটোকার্ডের ডিজাইন নকল করে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে এনপিবি নিউজের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১০ অক্টোবর, ২০২৫ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে এনপিবি নিউজের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, এনপিবি নিউজের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়াও, অন্য কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রেও সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আহত হওয়ার দাবির সত্যতা পাওয়া যায়নি। 

তাছাড়া, গত ১০ অক্টোবর সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মাসিক সাধারণ সভায় নুরকে বক্তব্য দিতে দেখা যায় এবং গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিপি নুরসহ নেতাকর্মীদের উপর সেনা-পুলিশের যৌথ হামলার ঘটনাকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলতে দেখা যায়। 

যা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, রাজধানীর কাকরাইলে সংঘর্ষে নুর আহত হননি। 

উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাজধানীর কাকরাইলে অনুমতি ছাড়া জাতীয় পার্টির কর্মী সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। 

সুতরাং, ১০ অক্টোবর রাজধানীর কাকরাইলে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত দাবিতে এনপিবি নিউজের আদলে তৈরি ফটোকার্ডটি ভুয়া। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img