সম্প্রতি ‘প্রতিশোধ নেওয়া মাত্র শুরু। যেখানে এন সি পি সমন্বয়োেক সেখানে ক্যালানি। বাংলাদেশ প্রতিটি জেলায়ই এভাবে প্রতিরোধ করে তুলতে হবে’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কোনো কর্মীকে মারধরের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের হরিয়ানায় গো-রক্ষকদের দ্বারা এক ব্যক্তির নির্যাতিত হওয়ার ভিডিওকে এনসিপি কর্মীকে মারধরের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধান mahendergarh_city_hr নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ০৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।
ভিডিওটিতে এক ব্যক্তিকে ধরে রেখে লাঠি দিয়ে মারধরের একই ঘটনার ভিন্ন দিকের দৃশ্য ধারণ করা হয়েছে। এছাড়া, উভয় ভিডিওতে থাকা মানুষজন, তাদের পোশাক ও যাবতীয় পারিপার্শ্বিকতার মধ্যে মিল রয়েছে।
ভিডিওটির ক্যাপশন ও শিরোনাম থেকে জানা যায়, ভিডিওর ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের মহেন্দ্রগড় জেলার, যেখানে গরু চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মারধর করে একদল গো-রক্ষক পরিচয়ধারী।
উল্লেখিত তথ্যের সূত্র ধরে FOEJ Media নামক একটি ভারতীয় সংবাদসংস্থার এক্স হ্যান্ডেলে গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত পোস্টে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও পাওয়া যায়।

উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওর ঘটনাটি গত ১১ আগস্ট ভারতের হরিয়ানা রাজ্য ঘটেছে, যেখানে গো-রক্ষার নামে এক ব্যক্তিকে নির্যাতন করা হয়েছে।
অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশে ঘটেনি।
সুতরাং, জাতীয় নাগরিক পার্টির কর্মীকে মারধরের ভিডিও দাবিতে ভারতে গো-রক্ষকদের এক ব্যক্তিকে নির্যাতনের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- mahendergarh_city_hr – Instagram Post
- FOEJ Media – X Post