ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে টিউলিপ সিদ্দিকের নামে বানোয়াট মন্তব্য প্রচার

সম্প্রতি, ‘Tulip Rizwana Siddiq’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্টের বরাতে দাবি করা হচ্ছে পোস্টটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দিয়েছেন। পোস্ট অনুযায়ী দাবি করা হচ্ছে টিউলিপ সিদ্দিক বলেছেন, ‘তদের বাপের খেলা শেষ সর্বোচ্চ দুই সপ্তাহ’।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘Tulip Rizwana Siddiq’ নামক এই ফেসবুক অ্যাকাউন্টটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের নয়, বরং এটি তার নামে পরিচালিত একটি  ভুয়া অ্যাকাউন্ট। 

অনুসন্ধানে প্রচারিত পোস্টগুলোতে ‘Tulip Rizwana Siddiq’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট এর স্ক্রিনশট যুক্ত থাকতে দেখা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ‘Tulip Rizwana Siddiq’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। ‘Tulip Rizwana Siddiq’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এই অ্যাকাউন্টটি থেকে গত ০১ অক্টোবর সন্ধ্যা ০৬ টা ১১ মিনিটে আলোচিত পোস্টটি করা হয়েছে। 

এছাড়া, উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, গত ২৩ জুন অ্যাকাউন্টটি খোলা হয়েছে এবং এটি বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। 

Screenshot: Facebook 

এদিকে, টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। ২০১৫ সালে তার বাংলাদেশে আসার তথ্য পাওয়া গেলেও বিগত কয়েকবছরে আসার তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে, টিউলিপ সিদ্দিকের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে টিউলিপ সিদ্দিকের এক্স (সাবেক টুইটার) ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক দেওয়া রয়েছে। কিন্তু, ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের কোন লিংক দেওয়া নেই। এমনকি অনুসন্ধানে টিউলিপ সিদ্দিকের কোন ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সন্ধান পাওয়া যায়নি। 

অর্থাৎ, ‘Tulip Rizwana Siddiq’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া।

সুতরাং, ‘তদের বাপের খেলা শেষ সর্বোচ্চ দুই সপ্তাহ’ বলে টিউলিপ সিদ্দিক ফেসবুক পোস্ট করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img