শেখ হাসিনাকে হত্যার কথিত পরিকল্পনা নিয়ে জাফর ইকবালের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে উদ্ধৃত করে ‘ম্যাটিকুলাস ডিজাইনে হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তাই সে স্থান পরিবর্তন করেছে। পলায়নি। পদত্যাগও করেনি।’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা পরিকল্পনা ও পদত্যাগ সম্পর্কে কোনো মন্তব্য করেননি জাফর ইকবাল। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়া জাফর ইকবাল নামে পরিচালিত একটি ফেসবুক পেজের পোস্টের সূত্র ধরে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘ড. মুহাম্মদ জাফর ইকবাল’ নামক ফেসবুক পেজে গত ১ অক্টোবর তাকে উদ্ধৃত করে ‘ম্যাটিকুলাস ডিজাইনে হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তাই সে স্থান পরিবর্তন করেছে। পলায়নি। পদত্যাগও করেনি।’ শিরোনামে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের পরবর্তীতে আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

পরবর্তীতে উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম পেজের ইন্ট্রোতে এটি একটি ফ্যান পেজ লেখা খুঁজে পায়। পেজটির ‘ট্রান্সপারেন্সি’ বিভাগ পর্যবেক্ষণ করে জানা যায় এটি ২০২৪ সালের ২৩ অক্টোবর চালু করা হয়েছে। 

Comparison: Rumor Scanner

অনুসন্ধানে জানা যায়, ফেসবুকে বর্তমানে ড. মুহম্মদ জাফর ইকবালের কোনো অফিশিয়াল পেজ সক্রিয় নেই। ২০২৩ সালের ১২ মার্চ অনলাইন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, Muhammed Zafar Iqbal নামে চালু থাকা জাফর ইকবালের অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। পরবর্তীতে পেজটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এবং এটি বর্তমানে ফেসবুকের সার্চ ফলাফলেও প্রদর্শিত হচ্ছে না।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাফর ইকবালকে প্রকাশ্যে দেখা যায় নি৷ তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন তা এখনো অজানা। তাছাড়া, জাফর ইকবালের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।

সুতরাং, শেখ হাসিনাকে হত্যার কথিত পরিকল্পনা ও তার পদত্যাগ সম্পর্কে জাফর ইকবালকে উদ্ধৃত করে প্রচারিত দাবিটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img