চাঁদপুরে খতিবকে কুপিয়ে আহতের ঘটনা অভিযুক্ত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের নেতা নন 

গত ১১ জুলাই চাঁদপুর শহরের প্রসেসরপাড়ায় স্থানীয় এক মসজিদের খতিবকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে মো. বিল্লাহ হোসেন নামের এক ব্যক্তি। 

এই ঘটনার প্রেক্ষিতে ‘৭৫ বছর বয়সি ইমাম নুরুল আমিন মাদানী। চাঁদপুর প্রফেসর পাড়া, মোল্লাবাড়ি, বাইতুল আমিন জামে মসজিদের ইমাম সাহেব। গত শুক্রবার পবিত্র জুমার বয়ান দেন এবং উনার বয়ান কিছু লোকের পছন্দ না হওয়াতে, বয়ান চলা অবস্থায় চাপাতি দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় বিএনপির দলের সন্ত্রাসীরা।’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

একই ঘটনার প্রেক্ষিতে হামলাকারী ব্যক্তিতে জামায়াত শিবিরের নেতা দাবিতেও প্রচার করতে দেখা যায়।

বিএনপির নেতা দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

জামায়াত শিবিরের নেতা দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদপুরে মসজিদের খতিব মাওলানা নূরুর রহমানের ওপর হামলাকারী ব্যক্তি বিএনপি কিংবা জামায়াত-শিবিরের কেউ নন বরং, অভিযুক্ত মো. বিল্লাহ হোসেন একজন তরকারি বিক্রেতা। 

অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে গত ১২ জুলাই “চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১১ জুলাই জুম্মার নামাজের খুতবা পছন্দ না হওয়ায় মো. বিল্লাল হোসেন (৫০) নামের এক ব্যক্তি চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমানের ওপর চাপাতি দিয়ে হামলা চালান। এতে রহমান মারাত্মকভাবে আহত হন। উক্ত ঘটনার মাওলানা রহমানের ছেলে বাদী হয়ে ১২ জুলাই মামলা করেন এবং অভিযুক্ত গ্রেফতার হন। 

বাংলা নিউজ২৪ এর একটি প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত মো. বিল্লাহ হোসেন একজন ভ্রাম্যমাণ সবজি ব্যবসায়ী৷ 

অভিযুক্ত মো. বিল্লাহ হোসেন সবজি বিক্রেতা বা কাঁচামাল ব্যবসায়ী উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে– বিডিনিউজ২৪, ইত্তেফাক, ঢাকা মেইলও

পরবর্তীতে অভিযুক্ত বিল্লাহ হোসেনের রাজনৈতিক পরিচয় জানতে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে বিল্লাল হোসেনের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। 

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য চাঁদপুরের স্থানীয় একাধিক সাংবাদিকের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। 

এখন টিভির চাঁদপুর প্রতিনিধি তাহলা জুবায়ের বলেন, অভিযুক্ত বিল্লাহ হোসেন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। তিনি উগ্রপন্থী মানুষ ছিলেন। 

চ্যানেল ২৪ এর চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন বলেন, বিল্লাল হোসেন কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। 

অর্থাৎ, অভিযুক্ত মো. বিল্লাহ হোসেন একজন সবজি বিক্রেতা বা কাঁচামাল ব্যবসায়ী।

সুতরাং, চাঁদপুরের মসজিদের খতিবকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্তের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকার দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img