গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহর যাত্রা শুরু করে। এই মিশনে বিশ্বের বিভিন্ন দেশের অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং মানবাধিকারকর্মীরা অংশ নেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতেও আরো জাহাজ গাজার উদ্দেশ্যে যাত্রা করে। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি গাজার উদ্দেশ্য ত্রাণ নিয়ে জাহাজে করে যাত্রার দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি ৫৬ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৮ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে জাহাজে করে যাত্রার আসল ভিডিও নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘zainulabdin55666’ ইউজারনামের একটি টিকটক অ্যাকাউন্টে গত ২ অক্টোবরে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সম্ভাব্য মূল ভিডিওটি পোস্ট হতে দেখা যায়। পোস্টটির ভিডিওটিতে ‘এআই দিয়ে তৈরি কনটেন্ট’ উল্লেখ করে লেবেল থাকতে দেখা যায়।

এছাড়াও, উল্লিখিত টিকটক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে তাতে আরো অনেক এআই তৈরি কনটেন্ট পোস্ট হতে দেখা যায়।
পাশাপাশি, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে মানুষের গড়ন, পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ এ আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। প্ল্যাটফর্মটির ‘AVSRDD’ ডিটেক্টরের বিশ্লেষণমতে ভিডিওটি ভুয়া বা এআই তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ। এছাড়াও, এআই কনটেন্ট শনাক্তকারী আরেক প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ বলে জানা যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে জাহাজে করে যাত্রার আসল ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- zainulabdin55666 – Tiktok Post
- Hive Moderation
- DeepFake-O-Meter
- Rumor Scanner’s analysis