গত ৩ অক্টোবর, গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ ও জাতীয় সংসদের সাবেক হুইপ সদস্য মাহাবুব আরা গিনি কারাগারে মৃত্যু বরণ করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাহাবুব আরা গিনি মারা যাননি। প্রকৃতপক্ষে, বর্তমানে তিনি গাইবান্ধা কারাগারে আটক আছেন। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।
এ বিষয়ে অনুসন্ধানে দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ৪ অক্টোবর ‘গাইবান্ধার সাবেক এমপি মাহাবুব আরা গিনির মৃত্যুর খবর গুজব : জেল কর্তৃপক্ষ’’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে বাংলাদেশ জেল কর্তৃপক্ষের বরাতে বলা হয়, গিনি বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারে বন্দী আছেন এবং সুস্থ আছেন। তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন।
এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমও সংবাদ (১,২,৩) প্রচার করে।
এছাড়া, মাহাবুব আরা গিনির পরিবারের পক্ষ থেকেও তিনি মারা গেছেন এমন কোনো দাবি করা হয়নি। মাহবুব আরা গিনির মতো ব্যক্তি মারা যাওয়ার ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার হন মাহাবুব আরা গিনি। ৫ আগস্ট পরবর্তী সময়ে গাইবান্ধা ও ঢাকায় কয়েকটি মামলায় বর্তমানে তিনি জেলে রয়েছেন।
সুতরাং, মাহাবুব আরা গিনি মারা যাওয়ার দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Kaler Kantho – গাইবান্ধার সাবেক এমপি মাহাবুব আরা গিনির মৃত্যুর খবর গুজব : জেল কর্তৃপক্ষ
- Jamuna tv – সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনি গ্রেফতার
- Dhaka Tribune – Ex-MP Mahbub Ara Begum Gini denied bail, sent to jail in Gaibandha