এশিয়া কাপে জাকের আলীর সাথে সূর্যকুমার যাদবের হাত না মেলানোর দাবিটি মিথ্যা

ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার কারণে সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান দলের অধিনায়ক ও খেলোয়াড়ের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানান যা ক্রিকেটদুনিয়ায় বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয়। এরই প্রেক্ষিতে ভারত ও পাকিস্তান ভিত্তিক নানা অ্যাকাউন্ট থেকে সম্প্রতি প্রায় ১৫ সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে প্রচার করে দাবি করা হয়, ভারত পাকিস্তান ম্যাচের ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে ভারত-বাংলাদেশ ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী অনিকের সাথে হাত মেলাননি ভারত দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি প্রায় ৮১ লক্ষ বার দেখা হয়েছে এবং প্রায় ৩৮ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ৪ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টগুলোতে লাইক দেওয়া হয়েছে।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি প্রায় ১ লক্ষ ৬০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ১ লক্ষ ৭০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ৩ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টগুলোতে লাইক দেওয়া হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি প্রায় ৬৮ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ৩ লক্ষ পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।

এরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচে জাকের আলীর সাথে সূর্যকুমার যাদবের হাত না মেলানোর দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে প্রচারিত ভিডিওটিরই দীর্ঘায়িত সংস্করণে একে অপরকে ফিস্টবাম্প (মুষ্টি স্পর্শ/মুষ্টি দিয়ে অভিবাদন) করতে ও একাধিক সূত্রে টসের সময় তাদের হাত মেলাতে ও ম্যাচ শেষেও দুই দলের খেলোয়াড়দের হাত মেলাতে দেখা যায়।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Islavath Nanaji’ নামক একটি ইউটিউব চ্যানেলে গত ২৪ সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের ম্যাচের টসের সময়কার ৩ মিনিট ৮ সেকেন্ডের একটি দীর্ঘায়িত ভিডিও সংস্করণ পাওয়া যায়। ভিডিওটির ২ মিনিট পরবর্তী সময়ে জাকের আলী অনিক ও সূর্যকুমার যাদবকে একে অপরকে ফিস্টবাম্প করতে দেখা যায়। উল্লেখ্য, ‘ফিস্টবাম্প’ একধরনের বন্ধুত্বপূর্ণ অভিবাদন, যেখানে দু’জন মানুষ একে অপরের বন্ধ মুঠি (fist) হালকা করে ঠোকায় যা করমর্দনের (handshake) বা হাই-ফাইভের মতোই, কিন্তু অনেকটা অনানুষ্ঠানিক ও বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে ব্যবহৃত হয়।

এছাড়াও, ‘GSMS Media’ নামের একটি এক্স অ্যাকাউন্টেও গত ২৪ সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের ম্যাচের টসের সময়কার ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি দীর্ঘায়িত ভিডিও সংস্করণ পাওয়া যায়। ভিডিওটিতেও ফিস্টবাম্পের একই দৃশ্য দেখা যায়।

Collage: Rumor Scanner

পাশাপাশি অনুসন্ধানে ভিজ্যুয়াল মিডিয়া কোম্পানি ‘Getty Images’ এর ওয়েবসাইটেও গত ২৪ সেপ্টেম্বরে জাকের আলী ও সূর্যকুমার যাদবের ফিস্টবাম্পের একটি ছবি প্রকাশ হতে দেখা যায়।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং বাংলাদেশের অধিনায়ক জাকের আলী বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচের আগে টসের সময় করমর্দন করেন। তারা (ভারত দল) পাকিস্তান ছাড়া প্রতিটি দল, অধিনায়ক এবং কর্মকর্তার সঙ্গে করমর্দনের “ঐতিহ্য” অব্যাহত রাখেন।’ (অনূদিত)

Screenshot : Lokmat Times

অনুসন্ধান ভারতীয় সংবাদমাধ্যম ‘লোকমাত টাইমস’ ও ‘দেশ সেবক’ এর ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বরে প্রকাশিত প্রতিবেদনে জাকের আলী ও সূর্যকুমার যাদবের হাত মেলানোর একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়।

এছাড়াও, ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র ওয়েবসাইটে গত ২৫ সেপ্টেম্বরে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে ম্যাচশেষে বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়দের হাত মেলানোর একটি ছবির সংযুক্তি পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ভারত পাকিস্তান ম্যাচের মতো বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী ও বাংলাদেশী খেলোয়াড়দের সাথে হাত মেলানো এড়াননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বা তার নেতৃত্বাধীন ভারতীয় দল।

সুতরাং, এশিয়া কাপে জাকের আলীর সাথে সূর্যকুমার যাদবের হাত না মেলানোর দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img