গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। অবরোধের মধ্যে নিরাপত্তা বাহিনীর সাথে পাহাড়িদের সংঘর্ষে অন্তত ৩ জনের মৃত্যু হয়। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি ‘খাগরা ছরির এখনের অবস্থা’ শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি খাগড়াছড়িতে সংঘটিত সংঘর্ষের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, আগস্টের শেষ সপ্তাহে ইন্দোনেশিয়ায় সংঘটিত সরকার বিরোধী বিক্ষোভের ভিডিওকে বাংলাদেশের খাগড়াছড়ির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে dhenyprasetyo নামক টিকটক অ্যাকাউন্টে গত ২৯ আগস্ট প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন, ‘demo jakarta chaos’ থেকে এটি ইন্দোনেশিয়ার ভিডিও হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। কেননা, জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানীর নাম।
পরবর্তীতে, ৩১ আগস্ট ও ০১ সেপ্টেম্বর টিকটক ও ফেসবুকে প্রকাশিত একাধিক ভিডিওর শিরোনাম থেকে জানা যায় যে, ভিডিওটি ইন্দোনেশিয়ায় বিক্ষোভে পুলিশের হামলার ঘটনার দৃশ্য।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি খাগড়াছড়িতে সংঘটিত সংঘর্ষের ঘটনার আগে থেকে ইন্টারনেটে রয়েছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সংসদ সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে গত ২৫ আগস্ট শুরু হওয়া বিক্ষোভ সহিংস রুপ নেয় ২৮ আগস্ট রাতে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে ২১ বছর বয়সী একজন মোটরসাইকেল চালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান, যিনি জাকার্তায় রাইড শেয়ারিং সেবা দিতেন। এরপর পশ্চিম জাভা থেকে শুরু করে বালি, লোম্বকের মতো দ্বীপ এলাকাতেও তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সুতরাং, ইন্দোনেশিয়ায় সংঘটিত বিক্ষোভকালীন ভিডিওকে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির সংঘর্ষের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- dhenyprasetyo – TikTok Video
- Raja Cobra – Facebook Post
- Bandar – TikTok Video
- The Guardian – Indonesia protests explained: why did they start and how has the government responded?