১১ উপদেষ্টার দেশত্যাগ ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

গত ৩০ সেপ্টেম্বর রাত থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, ১১ জন উপদেষ্টা দেশত্যাগ করেছেন। এরপরই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও পোস্টগুলোতে দাবি করা হয়। এছাড়াও পোস্টটিগুলোতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিতও দেওয়া হয়েছে। প্রচারিত ভিডিওটিতে বিমানবন্দরের ৮ নম্বর গেটে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত দলকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের ১১ জন উপদেষ্টা দেশত্যাগ করেননি। এছাড়া, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার ভিডিওটিও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, গত এপ্রিল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ১১ জন উপদেষ্টা হঠাৎ দেশত্যাগ করলে তা গণমাধ্যমগুলোতে গুরুত্বসহকারে প্রচার করা হতো। কিন্তু আলোচিত এই দাবিটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এসময় তার সাথে ছয়জন রাজনৈতিক নেতা ও চারজন উপদেষ্টাসহ মোট ১০৪ জন সফরসঙ্গী ছিলেন বলে জানা যায়। উক্ত সফরসঙ্গীদের নিয়ে নয় দিনের সফর শেষে গত ২ অক্টোবর দেশে ফেরেন ড. মুহাম্মদ ইউনূস।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে প্রবাসী জীবন নামের একটি ফেসবুকে অ্যাকাউন্টে গত ৭ এপ্রিল একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। উক্ত ভিডিওটিতে শুধুমাত্র বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের কথা বলা হলেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Screenshot: Facebook 

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে পরবর্তীতে নাজমুল হাসান ভূঁইয়া পিন্টু নামের একটি ফেসবুক পেজে গত ৮ এপ্রিল প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিতে আলোচিত ভিডিওটির দুটি ফ্রেমের স্ক্রিনশট প্রচার করে দাবি করা হয়েছে, বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ আগত বিদেশিদের জন্য বিমানবন্দরে এই বাড়তি নিরাপত্তা প্রদান করা হয়েছে। উক্ত পোস্টটি ব্যতীত আলোচিত ভিডিও সম্পর্কিত ভিন্ন আর কোনো তথ্য পাওয়া যায়নি।

Screenshot: Facebook 

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হয়। যাতে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষস্থানীয় ৬ শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশ নেয়। 

ভিডিওটি বিনিয়োগ সম্মেলন-২০২৫ কে কেন্দ্র করে দেশে আগত বিদেশিদের জন্যে বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের ভিডিও কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও এটি নিশ্চিত যে এটি সাম্প্রতিক সময়ের কোনো ভিডিও নয়।

সুতরাং, ১১ উপদেষ্টার দেশত্যাগ ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদার দাবিতে ইন্টারনেটে বিদ্যমান পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • প্রবাসী জীবন Facebook Post
  • নাজমুল হাসান ভূঁইয়া পিন্টু Facebook Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img