গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে, গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে নেওয়ার পথে গাড়ি থেকে কয়েক হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক খাগড়াছড়িতে অস্ত্র উদ্ধারের দৃশ্য নয় বরং, এটি গত আগস্টে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের ঘটনার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে কালবেলা অনলাইনের ফেসবুক পেজে গত ৯ আগস্ট ‘নিউমার্কেট এলাকা সেনাবাহিনীর অ-স্ত্র উদ্ধার’ শিরোনামে প্রচারিত একটি রিল ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ১০ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অর্থাৎ, ভিডিওটি খাগড়াছড়িতে অস্ত্র উদ্ধারের নয়।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় চলমান সংঘর্ষে ব্যবহারের জন্য নেওয়ার সময় বাস থেকে লোহার তৈরি ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
সুতরাং, গত আগস্টে রাজধানীর নিউমার্কেট থেকে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে অস্ত্র উদ্ধারের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kalbela Online – Facebook Post
- Prothom Alo – নিউমার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
- Kaler Kantho – খাগড়াছড়িতে নেওয়ার পথে গাড়ি থেকে ১০০ অস্ত্র উদ্ধার