এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসরের সুপার ফোরের ম্যাচে গত ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের কাছে ১১ রানে হেরে টুর্ণামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ দল। এরই প্রেক্ষিতে “আমি খেললে এবার এশিয়া কাপ ঘরেই তুলতাম।” পাকিস্তানে সাথে জেতা ম্যাচ হারের পর লাইভে এসে সাকিব আল হাসানের এমন মন্তব্য দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে।
টিকটকে প্রকাশিত এই ভিডিওটি প্রায় ১৪ লক্ষাধিক বার দেখা হয়েছে।
একই দাবির ইউটিউব ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে সাকিব এশিয়া কাপ প্রসঙ্গে কোনো মন্তব্যই করেননি বরং গত ১৬ সেপ্টেম্বর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের দলের বিষয়ে সাকিবের মন্তব্যের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে গত ১৬ সেপ্টেম্বর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পেজে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর সাকিবের অংশটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলেছেন সাকিব। সে বিষয়েই ভিডিওতে আলাপ করছিলেন তিনি।

তবে উক্ত ভিডিওতে এশিয়া কাপ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি সাকিব। তাছাড়া, যে ম্যাচ প্রসঙ্গে সাকিবের মন্তব্য বলে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে সে-ই ম্যাচও হয়েছে এই ভিডিও প্রকাশের নয় দিন পরে। তাই স্বাভাবিকভাবেই এই ভিডিওতে সাকিবের এমন মন্তব্য করার কথা নয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স বিষয়ে সাকিবের মন্তব্যের নয়।
সুতরাং, আমি খেললে এবার এশিয়া কাপ ঘরে তুলতাম শীর্ষক মন্তব্য করেছেন সাকিব আল হাসান দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- CPL T20: Facebook Video