গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজা অভিমুখে এগোচ্ছে দাবিতে এআই ভিডিও প্রচার 

সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা হিসেবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের একটি নৌবহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। নৌযানগুলো ক্রমশই গাজার দিকে এগিয়ে চলেছে। এরই প্রেক্ষিতে গাজা অভিমুখে নৌবহরটির সারি দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে। 

এ সংক্রান্ত দুইটি ভিডিও ফেসবুকে দেখা হয়েছে অন্তত ১২ হাজারের অধিক বার। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নৌবহরের প্রচারিত ভিডিওটি আসল নয় বরং এআই প্রযুক্তির ব্যবহারে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রগুলোয় এই ভিডিওর অস্তিত্ব মেলেনি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, এই যাত্রায় সঙ্গী হয়েছে ৪৪টি ভেসেল। কিন্তু আলোচিত ভিডিওতে এর চেয়েও কয়েকগুণ বেশি জাহাজ দেখা যাচ্ছে। 

পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওটিতে থাকা জাহাজসহ পারিপার্শ্বিক উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।  

তাছাড়া, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত এ সংক্রান্ত ভিডিওগুলো (, ) পর্যালোচনা করেও আলোচিত ভিডিওর সাথে মিল পাওয়া যায়নি। 

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজা অভিমুখে এগোচ্ছে দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis 

আরও পড়ুন

spot_img