সম্প্রতি, ‘তৌহিদী জনতা’ হিন্দুদের মন্দিরে নিয়ে নামাজ পড়ছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। প্রপ্রকৃতপক্ষে, গত ২৬ সেপ্টেম্বর ভারতের উত্তর প্রদেশের কাশীর লাট ভৈরব মন্দির প্রাঙ্গণে অসাম্প্রদায়িক প্রতীক হিসেবে রামলীলা এবং নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়। এটি সেই ঘটনারই দৃশ্য। এই সংস্কৃতি প্রায় ৫০০ বছরের পুরোনো।
অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ভারতীয় সংবাদমাধ্যম অমর উজালার ওয়েবসাইটে গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

অমর উজালার শিরোনামে উল্লেখ করা হয়, একদিকে রামলীলা অন্যদিকে নামাজ। ৫০০ বছরের পুরোনো কাশীর রামলীলা।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় আরেক গণমাধ্যম ইটিভি ভারতের ওয়েবসাইটে একই তারিখে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর লাট ভৈরব মন্দিরের প্রায় ৫০০ বছরের পুরোনো একটি সংস্কৃতি পালিত হয়েছে। এখানে অসাম্প্রদায়িক প্রতীক হিসেবে রামলীলার পাশাপাশি মুসলিমরা নামাজ আদায় করে থাকেন।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় আরেক গণমাধ্যম এবিপি লাইভও।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের এমন ঘটনা ঘটার কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
উল্লেখ্য, রামলীলা হলো হিন্দু ধর্মের একটি ঐতিহ্যবাহী নাট্যরূপ, যা মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে প্রদর্শিত হয়।
সুতরাং, ভারতের কাশীতে অসাম্প্রদায়িকতার প্রতীক হিসেবে রামলীলার পাশাপাশি নামাজ পড়ার দৃশ্যকে বাংলাদেশে মন্দিরে নামাজ পড়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।