ঢাকায় আওয়ামী লীগের মিছিল দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, এটি ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের মিছিল। আবার ইনস্টাগ্রামে ২৬ আগস্ট পোস্ট করা একই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য লক্ষ লক্ষ জনতা রাস্তায় নেমেছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইন্সটাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।  

ইউটিউব পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের কোনো মিছিলের নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের ১৯ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এটি সেই কর্মসূচির ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে Md Sohal নামক একটি ফেসবুকে অ্যাকাউন্টে গত ১৯ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, এটি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিলের ভিডিও।

গত ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিক্ষোভ মিছিলের সংবাদ মূলধারার গণমাধ্যমেও প্রকাশিত হয়েছিল।

একই তারিখে Dr-Ibrahim Khalil নামের এক ব্যক্তির ফেসবুক পেজেও ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিলের উক্ত ভিডিও খুঁজে পাওয়া যায়।

ইসলামী আন্দোলনের এ মিছিলে দেখা যাচ্ছে, অনেকেই সাদা পাঞ্জাবির সঙ্গে সবুজ কোট পরিহিত এবং তাদের হাতে নির্বাচনী প্রতীক হাতপাখার লোগো সংবলিত পতাকা রয়েছে।

ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের মিছিল বলে প্রচারিত ভিডিওতেও দেখা যায়, সেখানে হাতপাখার লোগো সংবলিত পতাকা, ব্যানার এবং সবুজ কোট ও সাদা পাঞ্জাবি পরিহিত লোকজন রয়েছেন। যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, এটি ইসলামী আন্দোলনের মিছিলের ভিডিও।

সুতরাং, আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img