ঢাকায় আ.লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে চকরিয়ার পুরোনো মিছিলের ভিডিও প্রচার

গত ৯ সেপ্টেম্বর, “আজকে ঢাকা শহরে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের হইতাছে” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।   

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রায় পঁচানব্বই হাজার বার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ঢাকায় আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিলের নয় বরং ২০২৪ সালে চকরিয়ায় প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে সাবেক এমপি জাফরের নেতৃত্বে স্বাগত মিছিলের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চ করে সাবেক এমপি জাফর আলমের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ৬ জুন তারিখে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। 

উক্ত ভিডিওর বিবরণীতে বলা হয়, মহান জাতীয় সংসদে সময়োপযোগী, গণমুখী ও জনবান্ধব বাজেট (২০২৪-২৫) পেশ করায় তৎকালীন রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চকরিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের স্বাগত মিছিলের দৃশ্য এটি।

চকরিয়ার স্থানীয় গণমাধ্যম চকরিয়া নিউজের ওয়েবসাইটে ২০২৪ সালের ৬ জুন প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া সিস্টেম কমপ্লেক্স থেকে আনন্দ মিছিল করে। তাৎক্ষনিক আনন্দ মিছিল ও শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।

অর্থাৎ, সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের মিছিলের নয়।

উল্লেখ্য, কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলম বর্তমানে কারাগারে রয়েছেন। 

সুতরাং, ২০২৪ সালে চকরিয়ায় আওয়ামী লীগের মিছিলের দৃশ্যকে সম্প্রতি ঢাকায় মিছিলের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img