আ.লীগ ও বিএনপি জোট করে মাঠে নামলে জামায়াত শিবির দাঁড়াতে পারবে না শীর্ষক কোনো মন্তব্য মাহমুদুর রহমান করেননি

সম্প্রতি, ‘আঃলীগ ও বিএনপি জোট হয়ে এক সঙ্গে মাঠে নামলে ও জামাত শিবিরের সামনে দাড়াতে পারবে না, ধুলার মতো উড়ে যাবে’ শীর্ষক মন্তব্যটির সাথে জাতীয় দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের ছবি যুক্ত করে উক্ত মন্তব্যটি তারই দাবিতে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ এবং বিএনপি জোট করে মাঠে নামলে জামায়াত শিবির দাঁড়াতে পারবে সংক্রান্ত কোন মন্তব্য আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান করেনি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

অনুসন্ধানে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। 

এরপর উক্ত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাত ২ টা ২৫ মিনিটে উক্ত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

তবে, উক্ত পোস্টেও কোনো সূত্র উল্লেখ করা হয়নি। 

সুতরাং, মাহমুদুর রহমানের নামে আ.লীগ ও বিএনপি জোট করে মাঠে নামলে জামায়াত শিবির দাঁড়াতে পারবে না শীর্ষক একটি মন্তব্য প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img