খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনায় ২ জন আটক দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার

গত ২৩ সেপ্টেম্বর রাতে, প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে “খাগড়াছড়ি সদর থানার বিশেষ অভিযানে গণধর্ষণকারীদের মধ্যে ২ জন আটক” দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খাগড়াছড়িতে ধর্ষণকারী গ্রেফতার দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, ২০২২ সালের খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে আটক দুই যুবকের ছবি সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে উক্ত দাবিতে প্রচারিত ছবিটি রিভার্স সার্চের মাধ্যমে আনলাইন সংবাদমাধ্যম দৈনিক বাংলার ওয়েবসাইটে ২০২২ সালের ২৮ সেপ্টেম্বরে ‘শিশু ধর্ষণের মামলায় দুই যুবক গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে। 

Screenshot: Dainik Bangla 

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সেসময়ে খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতাররা হলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার ধনিময় ত্রিপুরা ও একই উপজেলার তাইন্দং হেডম্যান পাড়ার সমুয়েল ত্রিপুরা। 

পরবর্তীতে, খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের কিশোরীকে দলবেঁধে ধর্ষণের সাম্প্রতিক ঘটনায় এখন অবধি গ্রেফতারের সঠিক সংখ্যা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার অনলাইন সংবাদমাধ্যম ‘bdnews24’ এর ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধার থেকে প্রাপ্ত তথ্যের বরাতে প্রকাশিত এই প্রতিবেদনটি থেকে জানা যায়, আলোচিত এই ঘটনায় ঘটনার দিন রাতেই (গত ২৩ সেপ্টেম্বর) রাতেই ভুক্তভোগী কিশোরীর বাবা অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। রাতভর অভিযানের এক পর্যায়ে ভোরে সেনাবাহিনীর সহায়তায় শয়ন শীল নামক এক ব্যক্তিকে আটক করা হয়। অর্থাৎ, আটক হওয়া এই ব্যক্তি হিন্দু ধর্মের অনুসারী। 

এছাড়া, সাম্প্রতিক সময়ে দেশিয় মূলধারার গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রেও আলোচিত এই ঘটনায় বাকি অভিযুক্তদের আটকের কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, ২০২২ সালে খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে আটক দুই যুবককে সাম্প্রতিক সময়ে পাহাড়ি কিশোরীকে গণধর্ষণকারীদের মধ্যে আটক ২ জন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img