সম্প্রতি, “সাধারণ জনগন প্রতিবাদী হয়ে উঠছে এই অ’*বৈ’*ধ স’র’কা’রের বি’রু’দ্ধে” শিরোনামে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে একজন রিকশাচালককে বলতে শোনা যায়, “এই অবৈধ মাফিয়া সরকার আমরা মানি না, মানবো না।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রিকশাচালকের বক্তব্য সম্বলিত এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করেও বলা হয়নি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময়ে এক রিকশাচালকের বক্তব্যের একটি ভিডিও সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘BCS Question Bank’ নামক একটি ফেসবুক গ্রুপে ২০২৪ সালের ১৭ জুলাই প্রচার হওয়া একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২১ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

এছাড়া, ‘বন্ধু কৃষাণ টিভি’ নামক আরেকটি ফেসবুক পেজে একই তারিখে অর্থাৎ ২০২৪ সালের ১৭ জুলাই ভিডিওটি প্রচার হতে দেখা যায়।
তবে, আলোচিত এই ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা সে স্থানের বিষয়ে কোনো বিস্তারিত তথ্যের সন্ধান পাওয়া না গেলেও এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময়ে এক রিকশাচালকের বক্তব্য সম্বলিত একটি ভিডিও সাম্প্রতিক দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BCS Question Bank – Facebook Group Post
- বন্ধু কৃষাণ টিভি – Facebook Post
- Rumor Scanner’s Analysis