এশিয়া কাপে গত ১৪ সেপ্টেম্বর একে অপরের মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। দুই দেশের পারস্পরিক উত্তেজনা বিরাজ করার প্রেক্ষিতে ম্যাচের দিন পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেটাররা। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অজি সাবেক তারকা ক্রিকেটার রিকি পন্টিং এর মন্তব্য দাবিতে একটি মন্তব্য ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। দাবি করা হয়েছে, রিকি পন্টিং বলেছেন, “এই ম্যাচ চিরকাল মনে থাকবে। খেলার শেষে পাকিস্তান দল ভদ্রভাবে হাত মেলাতে এগিয়ে এসেছিল, কিন্তু ভারত তা করতে চায়নি এবং সরাসরি ড্রেসিংরুমে চলে গেছে। ভারতের আচরণ ছিল অভদ্র, আর পাকিস্তান তাদের ভদ্র আচরণের মাধ্যমে প্রকৃত চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেল।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতকে অভদ্র ও পাকিস্তানকে ভদ্র চ্যাম্পিয়ন অভিহিত করে আলোচিত মন্তব্যটি করেননি রিকি পন্টিং। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই রিকি পন্টিং এর নামে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে। রিকি পন্টিং নিজেও এরূপ কোনো মন্তব্য করার বিষয়টি অস্বীকার করেছেন।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত নানা পোস্ট পর্যবেক্ষণ করলে দেখা যায় রিকি পন্টিং আলোচিত মন্তব্যটি ‘স্কাই স্পোর্টস’ এ করেছেন বলে দাবি করা হয়।
এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘স্কাই স্পোর্টস’ এর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা প্রতিবেদন পাওয়া যায়নি।
অনুসন্ধানে রিকি পন্টিং এর ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে গত ১৬ সেপ্টেম্বরে একটি পোস্ট উভয় অ্যাকাউন্টে প্রচার হতে দেখা যায়। পোস্টটিতে রিকি পন্টিং বলেন, “আমি জানি যে সামাজিক মাধ্যমে কিছু মন্তব্য আমার সঙ্গে যুক্ত করা হচ্ছে। দয়া করে জেনে রাখুন, আমি স্পষ্টভাবে বলতে চাই যে ওই মন্তব্যগুলো আমি করিনি এবং আসলে আমি এশিয়া কাপ নিয়ে কোনো প্রকাশ্য মন্তব্যই করিনি।” (অনূদিত)
এছাড়াও, অনুসন্ধানে এ বিষয়ে অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য এজ’ ও ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ এর সূত্রে জানা যায়, “পন্টিংয়ের ম্যানেজার জেমস হেন্ডারসন জোর দিয়ে বলেছেন যে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক (রিকি পন্টিং) ওই মন্তব্য করেননি। তিনি বলেন, “উক্ত উদ্ধৃতিগুলো সম্পূর্ণ মিথ্যা।” আরও যোগ করেন, “রিকি সুনিশ্চিতভাবে ওই মন্তব্য করেননি।”” (অনূদিত)
সুতরাং, ভারতকে অভদ্র ও পাকিস্তানকে ভদ্র চ্যাম্পিয়ন অভিহিত করে রিকি পন্টিং মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- The Age – Ponting targeted with abuse after fake handshake quote spreads on social media
- The Sydney Morning Herald – Ponting targeted with abuse after fake handshake quote spreads on social media
- Ricky Ponting – Instagram Post