‘আওয়ামী লীগের ওপর আঘাত মানে ৭১ এর অসম্মান’ বলে মন্তব্য করেননি মির্জা ফখরুল

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর “আওয়ামী লীগের ওপর আঘাত মানে ৭১ এর অসম্মান” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে ‘Habibur Rahman’ নামক অ্যাকাউন্ট হতে ফেসবুকের ভিন্ন ভিন্ন গ্রুপে ফটোকার্ডটি প্রচার হতে দেখা যায়। পোস্টগুলো দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর “আওয়ামী লীগের ওপর আঘাত মানে ৭১ এর অসম্মান” শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ‘Jamanat Tv’ নামক একটি স্যাটায়ার পেজে মির্জা ফখরুলের নামে প্রচারিত ব্যাঙ্গাত্মক মন্তব্যকে আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবি সম্বলিত ফটোকার্ডটিতে কোনো গণমাধ্যমের লোগো কিংবা তারিখ দেখতে পাওয়া যায়নি। এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে দেশিয় সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

বিষয়টি নিয়ে বিস্তর অনুসন্ধানে ‘Jamanat Tv’ নামক একটি ফেসবুক পেজের সন্ধান পায় রিউমর স্ক্যানার টিম। উক্ত পেজটি পর্যবেক্ষণ করে গত ১৫ আগস্টে প্রকাশিত ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে। ‘Jamanat Tv’ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডটির নিচের অংশে এই নামের লোগো এবং বিজ্ঞাপন লক্ষ্য করা গেলেও আলোচিত ফটোকার্ডটিতে তা অনুপস্থিত। যা থেকে প্রতীয়মান হয় যে, ‘Jamanat Tv’ এর ফটোকার্ডটির নিচের অংশ মুছে দিয়ে আলোচিত দাবি সম্বলিত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে। 

Comparison: Rumor Scanner 

পরবর্তীতে, ‘Jamanat Tv’ নামক ফেসবুক পেজটি পর্যালোচনা করে এর বায়ো সেকশন থেকে জানা যায়, এটি একটি স্যাটায়ার পেজ এবং সমসাময়িক বিষয়ে প্রকাশিত নিউজগুলো সার্কাজম আকারে এখানে প্রচার করা হয়। পাশাপাশি, বায়োতে এই পেজের কোন পোস্ট সিরিয়াসলি না নেওয়ারও অনুরোধ করা হয়। 

অর্থাৎ, উক্ত স্যাটায়ার পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি ব্যঙ্গাত্মক মন্তব্য প্রচারিত হয়েছিল। সেই মন্তব্যটিকে আসল হিসেবে উপস্থাপন করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে- এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

সুতরাং, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘আওয়ামী লীগের ওপর আঘাত মানে ৭১ এর অসম্মান’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img