‘১১ নভেম্বরের পর রাজপথ থাকবে যুবলীগের দখলে’ শীর্ষক শেখ পরশের ২০২২ সালের মন্তব্য সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সাম্প্রতিক মন্তব্য দাবিতে মূলধারার গণমাধ্যম ইত্তেফাকের লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। প্রচারিত ফটোকার্ডটিতে লেখা রয়েছে, “১১ নভেম্বরের পর রাজপথ থাকবে যুবলীগের দখলে: পরশ”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটিতে এককভাবে ৩ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘১১ নভেম্বরের পর রাজপথ থাকবে যুবলীগের দখলে’ শীর্ষক মন্তব্যটি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাম্প্রতিক সময়ে করেননি। প্রকৃতপক্ষে শেখ পরশ আলোচিত মন্তব্যটি ২০২২ সালের ৫ নভেম্বরে করেছিলেন এবং প্রচারিত ফটোকার্ডটিও ইত্তেফাক মূলত সেসময় ২০২২ সালের ৬ নভেম্বরে প্রচার করে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে মূলধারার গণমাধ্যম ‘ইত্তেফাক’ এর লোগো দেখতে পাওয়া যায়। এরই সূত্র ধরে ‘ইত্তেফাক’ এর ফেসবুক পেজে অনুসন্ধান করলে ২০২২ সালের ৬ নভেম্বরে আলোচিত দাবিতে প্রচারিত মূল ফটোকার্ডটি প্রচার হতে দেখা যায়।

Comparison : Rumor Scanner

পোস্টটির মন্তব্য বিভাগে ২০২২ সালের ৬ নভেম্বরে এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের লিঙ্কও পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, “যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, আগামী ১১ নভেম্বরের পর দেশের রাজপথ থাকবে যুবলীগের দখলে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন যত মিছিল সমাবেশ করার ইচ্ছে করে নেন। ১১ নভেম্বর যুবলীগ সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। সে দিনের পর দেশের রাজপথ যুবলীগের দখলে থাকবে। দেখা যাবে কত ধানে কত চাল।’ শনিবার (২০২২ সালের ৫ নভেম্বর) রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।”

এছাড়াও, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম সমকাল, বিডিনিউজ২৪সহ একাধিক গণমাধ্যমে সেসময়ে আলোচিত মন্তব্যসমেত সংবাদ প্রকাশ হতে দেখা যায়।

তবে এ বিষয়ে অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে শেখ পরশের এরূপ কোনো মন্তব্য করার সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ২০২২ সালে যুবলীগ চেয়ারম্যান শেখ পরশের ‘১১ নভেম্বরের পর রাজপথ থাকবে যুবলীগের দখলে’ শীর্ষক মন্তব্যকে শেখ পরশের সাম্প্রতিক সময়ের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img