সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে ইংলিশ-আলবেনিয়ান সঙ্গীতশিল্পী দুয়া লিপার ছবি দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে দুয়া লিপার ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দুয়া লিপার ভিন্ন এক ছবি ব্যবহার করে আলোচিত এই ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে দুয়া লিপার মতো আন্তর্জাতিকভাবে জনপ্রিয় ব্যক্তি এরূপ কোনো ছবি প্রচার করলে তা দেশীয় গণমাধ্যমে প্রচার করা হতো।
এছাড়া, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে তাতে কিছু অসঙ্গতি দেখা যায় যেমন ছবিটি মিরর সেলফি হলেও জার্সির ‘BANGLADESH’ লেখায় কোনো পরিবর্তন নেই। এছাড়া দুয়া লিপার গঠনেও খানিকটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ভিডিওতে দেখা যায়।
পরবর্তীতে অনুসন্ধানে দুয়া লিপার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে গত ২৯ আগস্টে ‘🖤 NOLA 🖤’ ক্যাপশনে ১৯টি ছবি পোস্ট হতে দেখা যায়। পোস্টগুলোর মধ্যে ৭ম ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনা করলে জার্সি ব্যতীত দুয়া লিপার ব্যাগ, পারিপার্শ্বিক অবস্থা, ছবি তোলার ভঙ্গির মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে মূলত উক্ত ছবিটি ব্যবহার করে কৃত্রিম আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।

এছাড়া, দুয়া লিপা’র মূল ছবিতে দুয়া লিপাকে বামে খানিকটা উপরের দিকে তাকাতে দেখা গেলেও প্রচারিত ছবিতে অস্বাভাবিকভাবে অনেকটা সোজাসুজি তাকাতে দেখা যায়।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কনটেন্ট শনাক্তকরণ প্ল্যাটফর্ম হাইভ মডারেশন ব্যবহার করে যাচাই করলে হাইভের বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ। এছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কনটেন্ট শনাক্তকরণ আরেক প্ল্যাটফর্ম ডিপফেক ও মিটার ব্যবহার করে যাচাই করলে এই প্ল্যাটফর্মটির বিশ্লেষণেও আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি বা ভুয়া ছবি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি মূলত দুয়া লিপার ভিন্ন এক ছবি ব্যবহার করে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
সুতরাং, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে দুয়া লিপার ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Dua Lipa – 🖤 NOLA 🖤
- Hive Moderation
- DeepFake-O-Meter