আ.লীগের সাবেক ছয় মন্ত্রীকে বৈঠকের জন্যে এলাহাবাদে নেওয়া হয়েছে দাবিতে পাকিস্তানের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ছয় মন্ত্রীকে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্যে ভারতের এলাহাবাদে নেওয়া হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে প্রচার করা হয়েছে। প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয়, উক্ত ছয় মন্ত্রীর মধ্যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ তাপস এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় রয়েছেন। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের এলাহাবাদের নয় এবং এর সাথে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীদের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, পাকিস্তানের লাহোর শহরের বাহরিয়া টাউনে অবস্থিত আইফেল টাওয়ার সংলগ্ন সড়কে ধারণ করা পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

আলোচিত দাবিটির অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় কিংবা দেশিয় কোনো গণমাধ্যম অথবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে আওয়ামী লীগের সাবেক ৬ মন্ত্রীকে ভারতের এলাহাবাদে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য নেওয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ইউটিউবে Qasim Malik নামের একটি চ্যানেলে ২০১৭ সালের ১১ জানুয়ারি প্রচারিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

ভিডিওটির বিস্তারিত বিবরণীতে পোস্টকারী উল্লেখ করেন, এটি পাকিস্তানের লাহোর শাহরের বাহরিয়া টাউনে অবস্থিত আইফেল টাওয়ারে নিউ ইয়ারের রাতে ভিআইপি প্রটোকল নিয়ে প্রবেশের চিত্র। তবে ভিআইপি প্রটোকলে কে প্রবেশ করছেন এ বিষয়ে শিরোনাম কিংবা বিস্তারিত বিবরণীর কোথাও কোনো তথ্য পাওয়া যায়নি। 

একইদিন উক্ত ইউটিউব চ্যানেলে বাহরিয়া টাউনের আইফেল টাওয়ারে ২০১৭ সালে নিউ ইয়ার উদযাপনের আরেকটি ভিডিও পাওয়া যায়। যা থেকে বোঝা যাচ্ছে, পূর্বের ভিডিওটি উক্ত চ্যানেল পরিচালনাকারীরই ধারণ করা। এছাড়াও উক্ত ভিডিওটির বিবরণীতে উল্লেখ করা হয়, এটি ২০১৭ সালের ১১ জানুয়ারি প্রচার করা হলেও ভিডিওটি ১ জানুয়ারি নিউ ইয়ারের রাতে ধারণ করা হয়েছে। 

অর্থাৎ, আলোচিত ভিডিওর ভিআইপি প্রটোকল কার জন্যে সেটি নিশ্চিত হওয়া না গেলেও এটি নিশ্চিত হওয়া গিয়েছে যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের কিংবা ভারতের নয়।

সুতরাং, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ছয় মন্ত্রীকে (সাবেক) গুরুত্বপূর্ণ বৈঠকের জন্যে ভারতের এলাহাবাদে নেওয়ার এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img