গত ০৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, ডাকসু নির্বাচনের ফলাফলের আগেই ছাত্রদল বনাম শিবিরের সংঘর্ষের দৃশ্য এটি।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবির ইনস্টাগ্রাম ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ডাকসু নির্বাচনের সময়ের নয় এবং ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যকার কোনো সংঘর্ষেরও নয় বরং, গত আগস্টের চবির ভিন্ন ঘটনার ভিডিও এটি।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে গত ৩১ আগস্ট CU Insiders নামের একটি পেজে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল আজ শিক্ষার্থীদের রক্তে পালিত হচ্ছে। স্থানীয়রা সুপরিকল্পিতভাবে রামদা, চাপাতি, রড দিয়ে নিরীহ শিক্ষার্থীদের কুপিয়ে যখন করেছে।”

একইদিনে জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩০ আগস্ট দিবাগত রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হন।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ডাকসুর নয়, গত আগস্টের চবির ভিন্ন ঘটনার।
সুতরাং, ডাকসু নির্বাচনের ফলাফলের আগেই ছাত্রদল বনাম শিবিরের ব্যাপক সংঘর্ষ দাবিতে গেল আগস্টের চবির ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- CU Insiders: Facebook Video