গত ১৭ আগস্ট ‘আজ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ গাজীপুরে মোটরসাইকল শোডাউন।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মোটরসাইকেল শোডাউনের ভিডিওটি সাম্প্রতিক সময়ে নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের জুলাইয়ে গাজীপুর জেলা ছাত্রলীগ আয়োজিত শোডাউনের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Shagor Ahmaad Zidan নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ জুলাই ‘প্রায় ৫ হাজার বাইক নিয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের শোডাউন।’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

তবে, প্রচারিত ভিডিওতে স্লোগানের অডিও শোনা গেলেও উক্ত ভিডিওতে একটি ভিন্ন অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে।
এছাড়া, Abdullah Al Mujahid নামক ফেসবুক প্রোফাইলে ২০২৩ সালের ১৬ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে৷
উক্ত ভিডিওটির ০০:২৬ থেকে ০০:৩০ সেকেন্ড পর্যন্ত অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে৷
সুতরাং, সাম্প্রতিক সময়ে গাজীপুর আওয়ামী লীগ আয়োজিত মোটরসাইকেল শোডাউনের ভিডিও দাবিতে ২০২৩ সালের জুলাইয়ে গাজীপুরে ছাত্রলীগ আয়োজিত শোডাউনের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Shagor Ahmaad Zidan – প্রায় ৫ হাজার বাইক নিয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের শোডাউন।
- Abdullah Al Mujahid – Facebook Post