আসিফ মাহমুদের সাথে নারীর ছবি দাবিতে এআই ছবি প্রচার

সম্প্রতি, এক নারীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবিতে দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এক নারীর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো পর্যবেক্ষণ করলে এগুলোতে আসিফ মাহমুদ ও প্রদর্শিত নারীর হাতের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এছাড়াও, তাদের পারস্পরিক অবস্থান এবং দৈনিক গঠন পর্যবেক্ষণ করলেও অসংগতি পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

Claimed Photo

এছাড়াও, প্রচারিত ছবি পর্যবেক্ষণ করলে তাতে ডানপাশের নিচে গুগলের এআই টুল জেমিনির লোগোর জলছাপ দেখতে পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

প্রচারিত নারীর পরিচয়ের বিষয়ে অনুসন্ধানে ‘মরিয়ম ইসলাম’ নামে এক সঙ্গীতশিল্পীর ফেসবুক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায়। উক্ত অ্যাকাউন্টটিতে মরিয়ম ইসলামের একাধিক ছবিও পাওয়া যায় এবং ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির তুলনা করলে মিল পাওয়া যায়। তবে উক্ত ফেসবুক অ্যাকাউন্টে মরিয়মের এই ছবিটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

Collage: Rumor Scanner/DeepFake-O-Meter

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ এ যাচাই করলে প্রচারিত ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা বেশি বলে দেখা যায়। প্ল্যাটফর্মটির ‘GLFF’ প্রযুক্তি অনুযায়ী ছবি দুইটি শতভাগ এআই বা ভুয়া হওয়ার সম্ভাবনা দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ছবিগুলো মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

সুতরাং, এক নারীর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img