গত ০৬ সেপ্টেম্বর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে জশনে জুলুসে অংশগ্রহণকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় ‘তিনজন নিহত হয়েছেন’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে জশনে জুলুসে অংশগ্রহণকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হননি। প্রকৃতপক্ষে, কোন তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ০৭ সেপ্টেম্বর “হাটহাজারীতে সংঘর্ষে আহত ৭০, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ০৬ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে উসকানিমূলক ফেসবুকে ছবি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সুন্নি ও কওমি আকিদার লোকজনের মধ্যে এই সংঘর্ষে দুপক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছেন।
০৮ সেপ্টেম্বর প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে কওমি আকিদার লোকজনের মধ্যকার সংঘর্ষের ঘটনায় ইটপাটকেল ও ঢিল ছোড়াছুড়িতে দেড় শতাধিক মানুষ আহত হন। এর মধ্যে অন্তত ১২৭ জনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অর্থাৎ, আলোচিত সংঘর্ষের ঘটনায় আহতের তথ্য পাওয়া গেলেও গণমাধ্যমে নিহতের কোন তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসায় যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। মাদ্রাসাটির শিক্ষক মাওলানা মনির আহমদ জানান, নিহতের দাবিটি মিথ্যা। একজনও মারা যাননি। বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে, কেউ আশঙ্কায় নেই।
সুতরাং, হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে জশনে জুলুসে অংশগ্রহণকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangla Tribune- হাটহাজারীতে সংঘর্ষে আহত ৭০, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি
- Prothom Alo- হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পরদিন ওসিকে প্রত্যাহার
- Al- Jamiatul Ahliah Darul Uloom Moinul Islam- Teacher Statement