ঢাকায় যুব মহিলা লীগের বিক্ষোভ মিছিল দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার 

গতকাল (৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় বাংলাদেশ যুব মহিলা লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ৮ সেপ্টেম্বরের নয় এবং ওইদিন ঢাকায় বাংলাদেশ যুব মহিলা লীগের কোনো বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়নি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত একটি পুরোনো বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘জয় বাংলা – Joy Bangla’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওটির উল্লেখযোগ্য সাদৃশ্য পাওয়া গেছে। 

Comparison: Rumor Scanner. 

‘JS Nijhum’ নামের একটি ফেসবুক আইডিতে ২০২৩ সালের ৩১ জুলাই প্রকাশিত একটি পোস্ট থেকে জানা যায়, ২০২৩ সালের ৩০ জুলাই বিএনপি-জামায়াতের ‘হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ের (পূর্বনাম: বঙ্গবন্ধু অ্যাভিনিউ) সামনে বাংলাদেশ যুব মহিলা লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। উক্ত পোস্টে যুক্ত ভিডিও ও ছবির সঙ্গে আলোচিত ভিডিওর মিল দেখা যায়।

প্রতিদিনের বাংলাদেশের ফেসবুক পেজেও ওই বিক্ষোভ মিছিলের ভিডিও প্রকাশিত হয়েছিল, যার দৃশ্যবলির সঙ্গে আলোচিত ভিডিওর সাদৃশ্য দেখা যায়।

এ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ২০২৩ সালের ৩০ জুলাইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেদিন বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্যের’ প্রতিবাদে ঢাকার বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন।

সুতরাং, যুব মহিলা লীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে ২ বছর আগের একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img