ফেনীতে আ.লীগ আয়োজিত এই মিছিলটি সাম্প্রতিক  সময়ের নয়, ২০২২ সালের

গত ০৮ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে ‘হঠাৎ মধ্যরাতে খেলা শুরু হয়ে গেছে ,জয় বাংলা স্লোগানে মুখরিত ফেনির রাজপথ…….’ ক্যাপশনে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ফেনীতে আয়োজিত মিছিল দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের আগস্টে ফেনী জেলায় আওয়ামী লীগ আয়োজিত মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ‘ফেনী সমাচার’ নামক লোগো রয়েছে৷ 

উক্ত সূত্র ধরে ‘ফেনী সমাচার’ নামক ফেনীর স্থানীয় একটি গণমাধ্যমের খোঁজ পাওয়া যায়। উক্ত গণমাধ্যমের ফেসবুক পেজে ২০২২ সালের ৩০ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, সেদিন আওয়ামীলীগ-বিএনপির কোনো সমাবেশকে ঘিরে উত্তপ্ত ছাগলনাইয়ায় মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের (সোহেল চৌধুরীর) নেতৃত্বে আওয়ামীলীগের মিছিল আয়োজিত হয়। এটি সেই মিছিলটির ভিডিওচিত্র। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। 

সুতরাং, ফেনীতে আওয়ামী লীগ আয়োজিত সাম্প্রতিক সময়ের মিছিলের ভিডিও দাবিতে ২০২২ সালের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img