ঢাকায় আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০১৬ সালের পুরোনো ভিডিও প্রচার

গত ১লা সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী লীগের মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের মিছিলের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, অন্তত ২০১৬ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে  “Mehedi’s Hasan” নামক ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ৪ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।  

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের তৎকালীন সভাপতি সৈয়দ মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মিছিলের ভিডিও। 

ক্যাপশন থেকে মিছিলের প্রেক্ষাপট ও স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও এটি নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, অন্তত ২০১৬ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান আওয়ামী লীগের মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img