হাটহাজারী মাদ্রাসায় অভিযানের নয়, এই ভিডিওটি প্রথম আলো কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার

গত ০৩ সেপ্টেম্বর থেকে ‘এই মুহূর্তে পাকিস্তান থেকে আনা বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধানে হাটহাজারী মাদ্রাসায় পুলিশ এবং সেনাবাহিনীর  অভিযান চলছে,,…’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং  এখানে (আর্কাইভ)৷

এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে হাটহাজারী মাদ্রাসায় (আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম) কোনো অস্ত্র উদ্ধার অভিযানের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের নভেম্বরে প্রথম আলো পত্রিকা অফিসের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে RS Multimedia নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৫ নভেম্বর ‘প্রথম আলোর অফিসের সামনে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সং#ঘ#র্ষ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়৷ 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি প্রথম আলো পত্রিকার কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার ভিডিওচিত্র। 

উক্ত তথ্যের সূত্র ধরে গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৪ নভেম্বর ‘প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের পুলিশের ধাওয়া’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, সেদিন সন্ধ্যার পর দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ‘জোড়া গরু জবেহ’ কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করেন।

বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। তাই তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

একই বিষয়ে আরেক গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২৪ নভেম্বর ‘প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ধাওয়া দিলো আইনশৃঙ্খলা বাহিনী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়। 

সুতরাং, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় পুলিশ ও সেনাবাহিনীর অস্ত্র উদ্ধার অভিযানের এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img