সিলেটে পাথর চুরি প্রসঙ্গে সেনা সদস্যের বক্তব্য দাবিতে এআই নির্মিত ভিডিও প্রচার 

সম্প্রতি সিলেটে আলোচিত সাদা পাথর চুরি প্রসঙ্গে সেনা সদস্যের বক্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক সেনা সদস্য বলছেন- “যেই দেশে পাথর চুরি করে রাজনৈতিক দল সে দেশে আবার কিসের উন্নয়ন করে? তারা কিভাবে উন্নয়ন করবে? আমাকে বুঝিয়ে দিন। অন্য দেশগুলো নিজের দেশের সৌন্দর্য বাড়াতে কোটি কোটি টাকা খরচ করে। আর এরা সৌন্দর্যকেই নষ্ট করে সামান্য কিছু টাকার লোভে। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো যোগ্য দল নেই। ভোট কাকে দিবেন? কাকে নেতা বানাবেন ভেবে দেখুন।” 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিলেটে আলোচিত সাদা পাথর চুরি প্রসঙ্গে সেনা সদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। 

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। 

আলোচিত দাবিতে প্রচারিত এই ভিডিওটির দৈর্ঘ ২৪ সেকেন্ড। ভিডিওটির শুরুর ০৮ সেকেন্ডে এক সেনা কর্মকর্তাকে কথা বলতে শোনা গেলেও ০৯ সেকেন্ড সময় হতে ভিন্ন আরেকজন সেনা কর্মকর্তাকে কথা বলতে শোনা যায়। অনুমান করা যায়, এই ভিডিওটি গুগলের অত্যাধুনিক এআই টুল Veo দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি। ৩টি আলাদা ভিডিও একত্রিত করে আলোচিত দাবি সম্বলিত ভিডিওটি প্রচার করা হয়েছে। 

সুতরাং, এআই ভিডিওকে সিলেটে পাথর চুরির প্রসঙ্গে সেনা সদস্যের বক্তব্যের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img