সম্প্রতি ‘অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত! পিআর পদ্ধতিতে ভোট ঐক্যমত না হলে গণভোট’ শিরোনামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবিযুক্ত একটি ফটোকার্ড ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পিআর পদ্ধতিতে ভোট ঐক্যমত না হলে গণভোট’ শীর্ষক কোনো মন্তব্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস করেননি। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই বানোয়াট এই উক্তিটি তার নামে প্রচার করা হয়েছে। এছাড়া, পিআর পদ্ধতি চূড়ান্ত হয়েছে এমন কোনো তথ্যও সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে তাতে কোনোপ্রকার তথ্যপ্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে, প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে৷
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত তথ্যের সমর্থনে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
গত ২৬ জুন প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সাক্ষাতের প্রেক্ষিতে গণমাধ্যমের সাথে তার কথা বলার একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে তিনি গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার সাথে তার নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন আলাপ হলেও নির্বাচনের তারিখের বিষয়ে তার সাথে কোনো আলাপ হয়নি। এছাড়াও আগামী নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সে বিষয়ে তাকে কোনো মন্তব্য করতে শোনা যায়নি।
পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ে গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায়, গত ২৩ আগস্ট রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে রাজশাহীর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, “আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। যেহেতু এটা সংবিধানে নেই সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না। এ নিয়ে রাজনৈতিক তর্কবিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়।” তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি।
অর্থাৎ, আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি অনুরণ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ-সংক্রান্ত কোনো মন্তব্য করেননি৷
সুতরাং, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চূড়ান্ত হয়েছে দাবিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জড়িয়ে প্রচারিত তথ্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Chief Adviser GOB – Facebook Page
- EKHON TV – নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে যে কথা হলো সিইসি’র | Bangladesh Election Commission | CEC
- Jamuna TV – সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই: সিইসি