সম্প্রতি, ‘এনসিপির নেতারা কি বলতে কি বলল সবাই অবাক’ দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।
ভিডিওতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমহ এনসিপি নেতা-কর্মীদের ‘মা, মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশ’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন লেখা অবধি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ২ লক্ষ ১৯ হাজার বার দেখা হয়েছে এবং ৫১২ জন এতে প্রতিক্রিয়া দেখিয়েছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিপির পথসভায় তারেক রহমানের পক্ষে স্লোগান দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, রাজবাড়ীতে এনসিপির জুলাই পদযাত্রায় ধারণকৃত একটি ভিডিওর অডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় পরিবর্তন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির বেশকিছু কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ইলেকট্রনিক গণমাধ্যম এখন টিভি’র ইউটিউব চ্যানেলে গত ১৭ জুলাইয়ে ‘রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় যা বললেন তাসনিম জারা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটির ৩৬ সেকেন্ড সময় হতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। তবে, এখন টিভিতে প্রচারিত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর অডিওতে অমিল লক্ষ্য করা যায়। ভিডিওতে সারজিস আলমকে এনসিপি নেত্রী তাসনিম জারাকে উদ্দেশ্য করে স্লোগান দিতে দেখা গেলেও তাকে তারেক রহমানের পক্ষে কোনো স্লোগান দিতে দেখা যায়নি।
অডিও যাচাই
পরবর্তীতে, আলোচিত ভিডিওতে তারেক রহমানের পক্ষে স্লোগানের অডিওর অস্তিত্ব খুঁজে দেখার চেষ্টা করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে গত ০৩ আগস্ট Rahat Hossen নামক ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ভয়েসের (অডিও) সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ভয়েসের মিল রয়েছে।
অর্থাৎ, এটি নিশ্চিতভাবে বলা যায় যে এনসিপির পথসভায় তারেক রহমানের পক্ষে কোনো স্লোগান দেয়া হয়নি।
সুতরাং, এনসিপির পথসভায় তারেক রহমানের পক্ষে স্লোগান দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- EKHON TV: রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় যা বললেন তাসনিম জারা
- Rahat Hossen: Facebook Video