সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ইংলিশ ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার মাইকেল ভন বলেছেন “কিছু দল টেস্ট ফর্ম্যাটে সেরা, কিছু ওয়ানডেতে কিন্তু বাংলাদেশ সব ফর্ম্যাটেই সমানভাবে খারাপ।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি এরূপ দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল ফেসবুক পোস্টটিতে প্রায় ৫৫ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইংলিশ ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার মাইকেল ভন বাংলাদেশ সম্পর্কে আলোচিত মন্তব্যটি করেননি৷ প্রকৃতপক্ষে, একটি ট্রল পেজ থেকে দাবিটির সূত্রপাত হলেও পরবর্তীতে তা আসল দাবিতে ছড়িয়ে পড়ে।
অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে মাইকেল ভন এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা দেশি-বিদেশি অসংখ্য গণমাধ্যমে প্রচার হতো।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Cricket Sarcasm Centre’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৮ জুলাইয়ে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে মাইকেল ভন ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটি ছবি সংযুক্ত করে মাইকেল ভনের মন্তব্য দাবিতে বলা হয়, “কিছু দল টেস্ট ফর্মেটে সেরা, কিছু দল ওয়ানডেতে। কিন্তু বাংলাদেশ সব ফর্মেটেই সমানভাবে খারাপ।” (অনূদিত)
পোস্টটির ডিজাইনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটির তুলনা করলে মিল পাওয়া যায়। উক্ত পোস্টটিতে ট্রল ফেসবুক পেজটির লোগো মুছে ইংরেজিতে লেখা অক্ষরকে বাংলায় অনুবাদ করে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হয়।

পোস্টটির ক্যাপশন পর্যবেক্ষণ করলে দেখা যায়, পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে মাইকেল ভনের মন্তব্য’ (অনূদিত)। এছাড়াও, ক্যাপশনে ‘#satire’ হ্যাশট্যাগেরও সংযুক্তি পাওয়া যায়। উল্লেখ্য, পোস্টটির এডিট হিস্ট্রি পর্যবেক্ষণ করলে দেখা যায়, পোস্টটি ৮ জুলাইয়ে করার পর ৯ জুলাইয়ে ক্যাপশনে ‘satire’ হ্যাশট্যাগটি সংযুক্ত করা হয়েছে। উক্ত ফেসবুক পেজটির বায়ো পর্যবেক্ষণ করলে তাতে পেজটির উদ্দেশ্য হিসেবে মূলত ব্যাঙ্গাত্মক ও মিম কনটেন্টের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি একটি ব্যঙ্গাত্মক বা ট্রল পেজ যা ভারত থেকে পরিচালিত হয়।
এ বিষয়ে জানতে বাংলাদেশের অন্যতম সক্রিয় ক্রিকেট বিষয়ক প্ল্যাটফর্ম ‘ক্রিকেটাঙ্গন’ এর প্রতিষ্ঠাতা ও এডমিন সাজেদুল হাসান রাহিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, “উদ্ধৃতিটি একটি মিথ্যা উক্তি, এবং এটি আংশিকভাবে সত্য হওয়ার ১% সম্ভাবনা থাকলেও, এটি অবশ্যই ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। এটির উৎপত্তি একটি মিম পেজ থেকে।” (অনূদিত)
এছাড়াও এ বিষয়ে মূলধারার গণমাধ্যম বিডিনিউজ২৪ এর সাংবাদিক আরিফুল ইসলাম রনির সাথে যোগাযোগ করলে তিনি জানান, “আমার ঠিক জানা নেই। এখন তো কত জায়গায় কত কিছু হয় মিডিয়ার বাইরেও নানা ডিজিটাল প্ল্যাটফর্ম, পডকাস্ট, নানা কিছু। তবে কমন সেন্স থেকে বলা যায়, এভাবে কেউ সাধারণত বলে না। সমালোচনা করলেও অন্যভাবে করে। এভাবে করে না। এই পোস্ট সম্ভবত সার্কাজম করেই বানানো। ভন যেহেতু কড়া সমালোচনা করেন অনেক সময়, তাকে দিয়ে বানানো হয়েছে।”
উপরোল্লিখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে মাইকেল ভনের নামে প্রচারিত উক্তিটি ভুয়া এবং মূলত একটি ট্রল পেজ থেকে দাবিটির সূত্রপাত।
সুতরাং, ইংলিশ ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার মাইকেল ভন বাংলাদেশ ক্রিকেট দল সব ফর্মেটেই সমানভাবে খারাপ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Cricket Sarcasm Centre – Facebook Post
- Statement of Sajedul Hassan Rahin, Founder & Admin, Cricketangon
- Statement of Ariful Islam Roni, Bdnews24
- Rumor Scanner’s analysis