সম্প্রতি, ‘ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনি খেলো সোহেল তাজ’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের সাথে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঐদিন সোহেল তাজ ধানমন্ডি ৩২ নম্বরেই যাননি। প্রকৃতপক্ষে, ভিন্ন দুইটি ভিডিও একসাথে যুক্ত করে চটকদার থাম্বনেইলে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওতে সোহেল তাজের উপস্থিতি কোথাও নেই। ভিডিওটিতে যে দুই ব্যক্তিকে জনগন কর্তৃক মারধর করতে দেখা যায় উক্ত ব্যক্তিদের সাথে সোহেল তাজের চেহারারও মিল নেই।

পরবর্তীতে আলোচিত ভিডিওতে মারধরের শিকার দুই ব্যক্তির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে পিপলস বাংলা নামক একটি ফেসবুক পেজে এবং ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে প্রচারিত দুইটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওগুলোতে থাকা ব্যক্তিদের চেহারার সাথে আলোচিত ভিডিওতে থাকা মারধরের শিকার ব্যক্তিদের চেহারার মিল রয়েছে।

উক্ত দুই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, মারধরের শিকার দুই ব্যক্তিকে গত ১৫ আগস্ট রাতে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধর করা হয়। পরবর্তীতে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছিল।
এছাড়া, সোহেল তাজের ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি গত ১৫ আগস্ট সোহেল তাজের ধানমন্ডি ৩২ যাওয়ার দাবির সপক্ষে কোনো তথ্যও প্রচার করতে দেখা যায়নি।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ শ্রদ্ধা জানাতে এসে একাধিক ব্যক্তি হেনস্তা ও মারধরের শিকার হলেও সোহেল তাজকে গণপিটুনি বা হেনস্তা করার কোনো তথ্য পাওয়া যায়নি। আরও দেখুন- এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়ে সোহেল তাজের গণপিটুনির শিকার হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jugantor- Facebook Post
- People’s Bangla- Facebook Post
- Ittefaq- YouTube Video
- Sohel Taj- Facebook Page
- Sohel Taj- Facebook Post