সম্প্রতি, “স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চায় ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল’” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে বলেননি। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের কোটা আন্দোলনে আবু সাইদের মৃত্যুর ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আসিফ নজরুলের পদত্যাগ করতে বলার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ইলেকট্রনিক গণমাধ্যম ‘NEWS24’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৮ জুলাই “স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই: আসিফ নজরুল | Asif Nazrul | Quota Andolon | Quota Protest | News24” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে, কি ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৯ জুলাই ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান আসিফ নজরুল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) অন্যতম সমন্বয়ক আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “আবু সাঈদকে যেখাবে হত্যা করা হয়েছে এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। এটা একটা খুন। এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর (আসাদুজ্জামান খান কামাল) পদত্যাগ চাই। উনার (স্বরাষ্ট্রমন্ত্রীর) যদি লজ্জা থাকে, উনার মধ্যে বিন্দুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা যদি থাকে তাহলে উনার পদত্যাগ করা উচিত। উনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধে চেতনা কী এই ছিল? যারা বৈষম্যহীনতার আন্দোলন করবে, যারা ইক্যুয়ালিটির আন্দোলন করবে তাদেরকে আনপ্রোভকড অবস্থা পুলিশ গুলি করে মারবে?”
অর্থাৎ, আসিফ নজরুলের বক্তব্যের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তিনি তার এই বক্তব্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পদত্যাগ করতে বলেছিলেন।
এছাড়া, গণমাধ্যম কিংবা অন্যকোন নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনে আবু সাইদের মৃত্যুতে আসিফ নজরুল কর্তৃক তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চাওয়ার ঘটনাকে আসিফ নজরুল বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।