এটি কালনী এক্সপ্রেস কিংবা বাংলাদেশে কোনো ট্রেন যাত্রার ভিডিও নয়

বেশ কিছু দিন ধরে ‘তেমন কিছু না, কালনী এক্সপ্রেস দিয়ে আজমপুর থেকে সিলেট যাচ্ছিলাম’ ক্যাপশনে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

ভিডিওটিতে, চলমান একটি ট্রেনের বগির ভেতর ট্রেনের ঝাঁকুনিতে যাত্রীদের অবস্থা দেখানো হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কালনী এক্সপ্রেস বা বাংলাদেশের কোনো ট্রেন যাত্রার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি অন্তত ২০১৬ সাল থেকেই ইন্টারনেট মায়ানমারের ট্রেন দাবিতে ছড়ানো হচ্ছে। সেই পুরোনো ভিডিওকেই হাস্যরসাত্মকভাবে বাংলাদেশের কালনী এক্সপ্রেসের দৃশ্য দাবি করে প্রচার করার ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোর মন্তব্য ঘর পর্যবেক্ষণে দেখা গেছে, অনেকেই ভিডিওটিকে মিয়ানমারের ট্রেন বলে উল্লেখ করেছেন। আবার অনেকে একে বাংলাদেশের ট্রেনযাত্রা, অর্থাৎ কালনী এক্সপ্রেসের ভিডিও ভেবে মন্তব্য করেছেন। কেউ কেউ এটিকে ভারতের ভিডিও বলেও দাবি করেছেন। আর কিছু মন্তব্যে উল্লেখ করা হয়েছে যে ভিডিওটি আসলে ব্যঙ্গাত্মকভাবে পোস্ট করা হয়েছে।

Collage : Rumor Scanner

বিষয়টি নিশ্চিত হতে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Grand Marshal’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর ‘Funny Myanma (Burma) train ride’ শিরোনামে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ খুঁজে পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

ভিডিওটির ক্যাপশন বর্ণনায় বলা হয়, ‘শাওয়ে নিয়ং (Shwe Nyaung) থেকে ইয়াঙ্গুন পর্যন্ত ৩০ ঘণ্টার ঝাঁকুনিভরা ট্রেন যাত্রা। দেখুন স্থানীয়রা কীভাবে ঘুমায়।’ (অনূদিত)

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মায়ানমারের ট্রেন দাবিতে ভিডিওটি ভিন্ন ভিন্ন ইউটিউব চ্যানেলেও খুঁজে পাওয়া যায়। দেখুন – এখানে, এখানে

অর্থাৎ, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং অনেক আগে থেকেই মিয়ানমারের ট্রেনযাত্রার দাবি করে প্রচারিত হয়ে আসছে।

সুতরাং, অন্তত ২০১৬ সাল থেকে মিয়ানমারের ট্রেন দাবিতে প্রচারিত একটি ভিডিওকে বাংলাদেশের কালনী এক্সপ্রেসের ঝাঁকুনির দৃশ্য বলে প্রচার করা হয়েছে, যা ব্যঙ্গাত্মক (সার্কাজম)।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img