বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার হুশিয়ারি দিয়ে জাতিসংঘ কোনো ভিডিও বার্তা দেয়নি

আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়ন না করা হলে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক ভিডিও বার্তা পাঠানো হয়েছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে প্রচার করা হয়েছে। পোস্টটিতে আরও দাবি করা হয়, শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা, বাংলাদেশে ব্যাপকহারে জঙ্গি উপস্থিতি এবং সেনবাহিনীর উপর দলীয়করণের অভিযোগে জাতিসংঘ এমন সিদ্ধান্ত নিয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের ভিডিও বার্তা পাঠানোর দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সেনাঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় পরিস্থিতির বিবরণ দিয়ে মার্কিন সেনাবাহিনীর একটি সংবাদ সম্মেলনের ভিডিওকে এই দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। এতে ভিডিওটির বাম পাশে উপরের দিকে মার্কিন গণমাধ্যম কলম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেম বা সিবিএস নিউজের লোগো দেখা যায়।

ভিডিওটিতে একজন ব্যক্তিকে বলা শোনা যায়:

‘আমরা অভিযুক্ত বন্দুকধারীকে সার্জেন্ট কোরনেলিয়াস র‍্যাডফোর্ড হিসাবে শনাক্ত করেছি। তিনি সেকেন্ড ব্রিগেড কমব্যাট টিমে নিযুক্ত একজন স্বয়ংক্রিয় লজিস্টিক সার্জেন্ট। সার্জেন্ট র্যাডফোর্ড এর আগে যুদ্ধে নিয়োজিত হননি। সার্জেন্ট র‍্যাডফোর্ডকে আর্মি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন জিজ্ঞাসাবাদ করেছে এবং তিনি বর্তমানে প্রি-ট্রায়াল আটক অবস্থায় আছেন, স্পেশাল ট্রায়াল কাউন্সিলের অফিস থেকে অভিযোগের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে, আমাদের প্রাথমিক লক্ষ্য হল প্রথমে বহন করা…’

ভিডিওটির বিষয়বস্তুর সঙ্গে পোস্টের শিরোনামে উল্লিখিত দাবির মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা যায়।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে CBS News এর ফেসবুক পেজে গত ৭ আগস্ট প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত সেনাঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে বুধবার অর্থাৎ, ৬ আগস্ট গুলাগুলির ঘটনা ঘটে। যাতে পাঁচজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ২৮ বছর বয়সী স্বয়ংক্রিয় লজিস্টিকস সার্জেন্ট এবং ২য় আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিমের সদস্য কোরনেলিয়াস র‍্যাডফোর্ডকে  অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়াও শিরোনাম থেকে জানা যায়, ভিডিওটি যে ব্যক্তিকে কথা বলতে দেখা যাচ্ছে তিনি ফোর্ট স্টুয়ার্টের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস। শিরোনামে লুবাসের বরাতে জানানো হয়, গুলাগুলির ঘটনাটি ফোর্টের কমব্যাট টিমের এরিয়ায় ঘটে। তবে বর্তমানে আহত সেনারা সবাই আশঙ্কামুক্ত অবস্থায় আছেন বলেও শিরোনামে উল্লেখ করা হয়। এছাড়াও ভিডিওটিতেও একই ঘটনা সম্পর্কে আলোচনা করতে শোনা যায়। 

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সিবিএস নিউজের ওয়েবসাইটে সেদিনের সংবাদ সম্মেলনের পুরো ভিডিওটি খুঁজে পাওয়া যায়। যাতে ফোর্ট স্টুয়ার্টে গোলাগুলির ঘটনা ব্যতিত অন্যকোনো ইস্যুতে ভিডিওর ব্যক্তিকে কথা বলতে শোনা যায়না। অর্থাৎ, উক্ত সংবাদ সম্মেলনের ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে আলোচিত দাবি সম্বলিত কোনো ভিডিও বার্তা পাঠানোর তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে হওয়া গোলাগুলির ঘটনায় করা সংবাদ সম্মেলনের ভিডিওকে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করবে জানিয়ে ভিডিও বার্তা পাঠানোর দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img